1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন

কবিতাঃ আজন্মকাল বেঁচে থাক কলমেঃ পদ্মরাজ

  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

কবিতাঃ আজন্মকাল বেঁচে থাক
কলমেঃ পদ্মরাজ
তারিখঃ ২১/০৮/২০২৫

গিরগিটীরা বেঁচে থাক আজন্মকাল!
তারা বেঁচে থাক, এই সমাজ সংসার
রাষ্ট্রের পরতে পরতে
মিশে থাক আজন্মকাল বাঙ্গালি
ও বাংলার বুকচিরে।

খারাপ না থাকলে ভালোর মূল্য কি?
আলবদর রাজাকার বলে কথা
দ্বিপ্রহরে ছুটে চলুক তাতে ক্ষতি কি?
তারা বেঁচে থাক তাদের বেঁচে থাকতে হবে
এই বাংলার সবুজের বুকে লাল
বৃত্তের আশেপাশে।

দেশ প্রেমীক মানুষ তাদের প্রেতাত্মাদের
দেখতে পাবে, বুঝতে পারবে,
চিনতে পারবে
জন্ম জন্মান্তরকাল ধরে
ওরা রাজাকার ছিলো,
ওরা রাজাকার আছে,
ওরা রাজাকার থাকবে,
ওদের ছেলে মেয়ে নাতী পুতি এখনো রাজাকার
ওরা মহাকাল ধরে রাজাকার-ই থাকবে।

কতটা হিংস্র হলে স্বদেশ বিদ্বেষী হওয়া যায়?
মা মাটি কে অস্বীকার করা যায়?
স্বাধীনতা স্বাধিকার ভুলে,
নব্য মিথ্যা ইতিহাস লেখা যায়,
সেটা রাজাকারের
নাতিপুতিরা হয়তো ভালো জানে মনে প্রাণে!
অসহায় নির্বিকার নির্বোধ জাতি
বিদ্বেষে শেষ।

ইমোশনের ছুরিকাঘাতে হৃদয়ে
শতবার রক্তক্ষরণ
বাঙালি বোঝেনি, মূর্খের দুয়ারে জান্নাতি হুর
ভিনদেশী ফিরিঙ্গির রাজ্যশাসন
স্বপ্ন রাতে আসেনি,
কারণ চোখে ঘুম ছিলো না,
দিবালোক নবাবের
পরাজয়!
যুগে যুগে মিরজাফর জন্মায়
সমাজ সংসারে
আতাতের কাছে সোনার মানুষ সোনার দেশ
বিক্রি করে।

তারা বেঁচে থাক আজন্মকাল ধরে
এই নির্মল
পৃথিবীর বুকে,
বিশেষ করে বাংলার মা মাটি
নদী জল সবুজের বুক চিরে,
তাতে ক্ষতি কি?
ঘৃণার দুয়ারে দাঁড়িয়ে অভিশাপ হয়ে
আজন্মকাল বেঁচে থাক!

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট