কবি:আমি বিদ্রোহী
কবিতা:ইমরুল কায়েস লালটু,
আমি বিদ্রোহী আমি বিপ্লব
যেখানে দেখি অন্যায় অবিচার ,
আমি ভেঙে চুড়ে করি সব তছনছ
যদি হয় কেউ দুর্নীতি অত্যচার।
আমি লেলিন আমি মাও সে তুং
জীবন বাজি দেশের তরে
দেশকে করবো স্বাধীন
এই আসিস অন্তরে।
ঘুষখোর, জোরদার মহাজন
তোদের খুঁজি সর্বক্ষণ।
অসৎ পথে সোচ্চার হও
ধ্বংস করবো ঐ জীবন।
আমি ক্ষেপণাস্ত্র হাতে হই ক্ষিপ্ত
যখন দেখি দেশকে করেছে বিকৃত,
দেশের মানুষ অনাহারে
আমি হাতিয়ার হাতে অবিরত।
ওরা রঙ্গিলা আয় জলসা ঘরে
তখনই আমি হই ক্ষিপ্ত ,
আমন্ত্রণ জানাই মাকস`কে
ধিক্কার জানাই গণতন্ত্র সরকারকে।
যাঁরা বাজে কাজে হয় লীপ্ত।
মা বোন যখন রাস্তাঘাটে হয় লজ্জিত
তখন জানোয়ার সাজে আমি সজ্জিত ।
শশুর মতো করে আহ্বান
তাঁদের দেহ মন অবিরত।
শীতের সকালে উলঙ্গ ছেলেটি
সূর্যের আশায় আকাশ পানে তাকিয়ে,
লজ্জায় মরি নিজের প্যানে চেয়ে
আর কতটা সূর্যের প্রহর
আমি রবো এখানে দাঁড়িয়ে।
আমি তখন হব শান্ত
দুটি বেঁধে ছাদের মাঝে
গাইবে গান আলো জ্বেলে
আমি জানি সাকাল সাজে।
পূণীমার চাঁদ গাইবে গান
দেখব আমি তারই মাঝে
এই পৃথিবীর সকল খুব
মরবো আনমনে ভেবে লাজে।
আমি অধির হয়ে ভাবি শুধু
এই সোনার বাংলা ভালোবেসে।
বিদ্রোহী শিকলে আবদ্ধ হব
যদি তুমি থাকো পাশে।
আমি অন্যয় বিরুদ্ধে করি
মোকাবেলা যাই রুখে,
এই বাংলার জনজীবন
তাঁকে যেনো অতি সুখে।