এ বছরের বৃষ্টি
কলমে-মোহাম্মদ জিয়াউল হক
তারিখ-০৬/০৮/২০২৫
গত কয়েক বছর ধরে,
বৃষ্টিকে আর আগের মত মনে নাহি ধরে,
টিনের চালে টুপটাপ শব্দ,
বৃষ্টি ফোঁটার ঝনঝনানি,
অনবরত শুধুই বৃষ্টি ঝরে।
ঘর থেকে দিনকে দিন,
না বেরুতে না বেরুতে,
বৃষ্টি ঝাপটার স্নান,
আনতো মনে কত রোমাঞ্চ!
সব ভাবনাকে ভুলে,
এ বছরের বৃষ্টি অনেক করছি উপভোগ!
বৃষ্টির সাথে মিতালি করে,
ভিজছি আর পাচ্ছি মিষ্টি সম্ভোগ!
একপাশে ধরলে ছাতা,
জামা বাঁচাতে ভিজে মাথা।
ভিজে হই সয়লাব,
বেরুলে বাসা থেকে বৃষ্টি করে না মাফ।
ভুলে গেলে আনতে ছাতা,
বিপত্তি আসবে সম্ভাব্য তা।
বৃষ্টির কৃষ্টি মহান রবের সৃষ্টি,
সৃষ্টির সৌন্দর্য উপভোগ শুকরানা দৃষ্টি।