1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৯ অপরাহ্ন

এক শূন্য- শূন্যতা  কবি:সৈয়দ জাহিদ সরোয়ার গাবতলা,আটরা,ফুলতলা,খুলনা 9/9/2022

  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

এক শূন্য- শূন্যতা
কবি:সৈয়দ জাহিদ সরোয়ার
গাবতলা,আটরা,ফুলতলা,খুলনা
9/9/2022

তোমার স্পর্শের নীরবতা আমায় শিখিয়েছে,
কীভাবে ভালোবাসা গোপন ভাষায় কথা বলে।
তোমার চোখের গভীরে ডুব দিতে গিয়ে বুঝেছি,
প্রেম শুধু আকর্ষণ নয়, এটি এক নীরব ধ্যান।
তোমার উপস্থিতি যেন ঘাসে ঝরা ভোরের শিশির,
যা হৃদয়কে শীতল করে, কিন্তু গভীরতায় পোড়ায়।
তোমার হাসি, এক ঝলক রোদ্দুরের মতো উষ্ণ,
যা বুকের ভেতর এক পৃথিবী জাগিয়ে তোলে।
তুমি যখন আমায় জড়িয়ে ধর,
প্রকৃতি থমকে যায় এক অনন্ত মুগ্ধতায়।
তোমার বুকে মাথা রেখে আমি শুনি—
সৃষ্টির প্রথম সুর, যেখানে জন্ম নেয় প্রেম।
তোমার গায়ের ঘ্রাণে লুকিয়ে থাকে
এক জাদুকরী অরণ্যের রহস্য।
তোমার কণ্ঠের প্রতিটি শব্দ
আমার হৃদয়ের গহীনে কবিতা হয়ে বাজে।
এই প্রেম কোনো নদীর মতো স্রোত নয়,
এটা এক গভীর সাগর, যার তল নেই, কূল নেই।
আমাদের গল্প কোনো গল্প নয়,
এটা এক মহাকাব্য, যার প্রতিটি শব্দ জীবন্ত।
তুমি আমার সমস্ত সীমানা মুছে দিয়েছো,
তোমার প্রেমে আমি এক মুক্ত নক্ষত্র।
তোমার ঠোঁট ছুঁয়ে আমি পেয়েছি
শাশ্বত সুখের অমৃতস্পর্শ।
পূর্ণ বয়সে প্রেম মানে—
সমস্ত বিরহ, সমস্ত আনন্দের এক জটিল সমীকরণ।
তোমার সাথে এই যাত্রা যেন এক মহাজাগতিক নৃত্য,
যেখানে আমাদের হৃদয় আকাশের চাঁদ ছুঁতে চায়।
তুমি ছাড়া এই পৃথিবী এক শূন্য শূন্যতা,
তোমার প্রেমে পৃথিবী পেয়েছে তার অর্থ।
তোমার চোখে হারিয়ে গিয়ে বুঝি,
আমাদের প্রেমের কোনো শেষ নেই,
এটা চিরন্তন, অনন্ত, অবিনশ্বর।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট