একদিন কবর হবে
কবি:রিয়াজুল হক সাগর।
দেশের মাটিতে মৃত্যু আমার
সেখানে হোক কবর
মৃত্যুর পরে রাখবেনা কেহ্
এই অভাগার খবর।
মৃত্যু সংবাদ শুনে ছুটে এলো
ভাই বোন আত্বীয় জ্বজন
পাশে কেউ থাকবেনা তোমার
নীরবে কাঁদবে ক-জন?
কত আশা ছিলো মনে
দিন করিবো পার
মৃত্যূ এলো হটাৎ করে
সময় দিলো না আর।
মাটি খুঁড়ে কবর দিবে
আমার দেহ্ খানা
চোখের জ্বলে ভাঁসিয়ে দিবে
আমার আপন জনা।