ঈসা মসীহ ইবনে মারিয়াম ও বড়দিন
কবি -মহসিন আলম মুহিন
ঈসা নবী হলেন আল্লাহর পয়গম্বর এবং রাসুল,
ঈসা নবী পেয়েছিলেন আসমানী কিতাব ইঞ্জিল।।
মরিয়ম (আঃ) ছিলেন-ঈসা নবীর পুন্যবতী মাতা,
আল্লাহর শান ঈসা নবীর-ছিলো না কোনো পিতা।।
আল্লাহ নিজ কুদরতে ঈসা নবীকে করলেন সৃজন,
আদমের মতো ঈসা নবীর জন্ম প্রভুর এক নিদর্শন।।
জগৎ আলো করে এলেন ঈসা নবী দুনিয়ার মাঝারে,
বেথেলহাম আলোকিত হলো ঈসা নবীর (আঃ) নুরে।।
খ্রিষ্টানদের মতে ঈসা নবীকে শূলে চড়ানো হয়েছিলো,
কিন্তু এ মত ভ্রান্ত মত, কোরআন সঠিক বর্ণনা দিলো।।
ঈসা নবীকে (আঃ) আল্লাহ আসমানে নিয়েছেন তুলে,
কাফির তারা, যারা ঈসা নবীকে-(আঃ)-প্রভুর পুত্র বলে।।
ঈসা মসীহ (আঃ) আবার আসবেন শেষ জামানায়,
নবী নয়, ন্যায় পরায়ণ শাসক হয়ে অন্ধকার দুনিয়ায়।।
২৫ ডিসেম্বর জন্মদিন তার অনুসারীরা করেন পালন,
যদিও এ তারিখ নিয়ে আছে মতভেদের মতো কারণ।।
নবীর জন্মদিনে শপথ করো বিশ্বের যত নর ও নারী,
মানুষের জন্য কাজ করবো মোরা হবো না অহংকারী।।
আল্লাহর কাছে ঈসা নবী-(আঃ)-ছিলেন অনেক মর্যাদাবান,
মুসলিম, খ্রীষ্টান সহ সকল ধর্মই করে তাকে সম্মান।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী
জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ