“ঈদের সকাল”
কবি:মুক্তি আল মাহমুদ খান
প্রতিটি সকাল যদি মাগো
ঈদের সকাল হতো,
বন্ধু বান্ধব সবার সাথে
মজা করা যেতো।
বাবা দিতো গোসল করিয়ে
মা পরাতো জামা,
আমায় নিয়ে ঘুরার জন্য
চলে আসতো মামা।
শাসন বারন নাই ঈদে
সবাই হাসি খুশি,
কোরবানিরগোস্ত সবাইকে দেয়
সকল প্রতিবেশী।
সেমাই ফুসকা নুডুলস পোলাও
কত মজার খাবার,
ঘুরে ফিরে আমরা সবাই
খেতাম বারেবার।
ফুলমতিটাও আমার সাথে
খেতো মজা করে,
ভালো খাবার রান্না হয় না
ফুলমতিদের ঘরে।
প্রতিটি সকাল যদি মাগো
ঈদের সকাল হতো,
ফুলমতিদের বিলিয়ে দিতাম
সালামি পেতাম যত।