ঈদের আনন্দ
কবি:কনক লতা মন্ডল
ঈদের খুশি ছড়িয়ে যাক
সবার ঘরে ঘরে,
একমাস সিয়াম সাধন করে
বিবেক উঠুক ভরে।
গরীব দুঃখী পায় না খেতে
পোলাও কোরমা পাতে,
ধনীরা সব হাত বাড়ালে
ঈদের খুশি তাতে।
নতুন কাপড় করলে দান
শান্তি মিলে মনে,
খুশির জোয়ার ভাসছে সকল
ঈদের শুভ ক্ষণে।
শোন হে মুমিন মুসলমান
হিংসা বিভেদ ভুলে,
সঠিক পথে করলে রোজা
হৃদয় দুয়ার খুলে।
বছর ঘুরে ঈদের খুশি
এলো সবার ঘরে,
মিষ্টি বেলাও মিষ্টি হেসে
সকল মানুষ তরে।