ইচ্ছে মতো
কলমে - মহামায়া রুদ্র
তারিখ - ২১-৭-২০২৫
বৃষ্টি তুমি কোথা থেকে আসো
ফের কেন যাও চলে,
গ্রীষ্মের তাপদাহে মোরা
তোমায় ডাকি যে নানান ছলে।
দুষ্টু তুমি কথা শোনো নাতো
দাও যে কেবলি ফাঁকি,
অলস হয়ে বসে থাক তবু
তাকাও না তুলে আঁখি।
তোমার চিন্তায় বিভোর মোরা
ঘামে ভিজে রোদে পুড়ে,
নেই কি তোমার শরীরে মায়া
দাঁড়িয়ে থাকো যে দূরে।
ঝড়ের সাথে চলাফেরা করো
ঝিরিঝিরি নুপুর পা'য়ে,
তছনছ করে ফের ফিরে যাও
ফেলে রেখে যাও সংশয়ে।