1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন

আহ্বান। রকিবুল ইসলাম। তারিখ:১০.০৬.২৫।

  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

আহ্বান।
রকিবুল ইসলাম।
তারিখ:১০.০৬.২৫।

শোন গো দখিনা হাওয়া!
ছুঁয়ে এসো তার গা।
তার গাত্রের মোহনীয় সুরভী মেখে
সুরভিত হব আমি।
শোন গো পাহাড়ি ঝর্ণাধারা!
ছুঁয়ে এসো তারে,
মোরে ছোঁয়ার তরে,
সাগর সঙ্গমের পূর্বে,, ।
তার অস্পৃশ্য পরশে ধন্য হব আমি।
শোন গো বনানীর কোকিল!
ভাসিয়ে দাও তোমার সুর বাতাসে।
প্রিয়ার কানে বেজে যে সুর
আরো সুললিত হয়ে
বাজবে আমার কানে,সুমধুর স্বরে।
উদ্বেলিত হব আমি হরষে,
আপ্লুত হব আবেগে।
শোন গো গোধূলি বেলা!
রাঙিয়ে যাও তারে
তোমার নিভু নিভু দীপ্তিতে।
সোনার আলোকে ভাস্বর হব আমি!
তার অঙ্গ ছোঁয়া আভাতে।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট