"আলো ঠিকই ফিরে আসে"
কবি:সৈয়দ জাহিদ সরোয়ার
গাবতলা, আটরা,খুলনা।
৩১/০১/২০২২
কখনো কি মনে হয়েছে—তুমি একা? সবাই চলে গেছে? তোমার কথা কেউ বুঝতে চায় না?
জেনে রাখো, প্রতিটি মানুষ জীবনে একবার না একবার এমন দিন পার করে, যখন সে ভেবে বসে—সব শেষ।
কিন্তু মনে রেখো, সব শেষ মানেই তো সবকিছু শুরু হওয়ার আগে।
জীবনে বড় হতে চাইলে, কষ্ট সহ্য করতে শিখতে হয়। ভালোবাসায় প্রতারিত হও, বন্ধুর কাছ থেকে ধাক্কা খাও, কিংবা নিজের উপর আস্থা হারাও— এই সবকিছুই একেকটা ধাপ। পতনের, আবার উঠবার প্রস্তুতির।
তুমি যতবার পড়ে যাবে, ততবারই শিখবে। আর একদিন, সেই শেখার চূড়ায় দাঁড়িয়ে তুমি নিজেই হবে অন্য কারো প্রেরণা।
সবাই বলে—ভুলে যাও! কিন্তু কেউ বোঝে না, মনে রাখার মধ্যেই আছে শক্তি। মনে রাখা মানে শেখা, আর শেখা মানেই এগিয়ে চলা।
কেউ তোমার পাশে না থাকলেও, তোমার স্রষ্টা আছেন। যিনি তোমার দুঃখের প্রতিটি কান্না শোনেন, যিনি জানেন কখন তোমার পাঁজরে আলো পাঠাতে হবে।
তুমি যতবার বলো, "আমি আর পারবো না", ঠিক ততবারই স্রষ্টা বলেন—"পারবে! আমি আছি।"
এই পৃথিবী অদ্ভুত! যে মানুষটা বলেছিল—তোমাকে কখনো ছাড়বে না, সেও যায়। আর যে তোমার নামটুকু জানত না, একদিন সেই হয়ে যায় প্রিয় আশ্রয়।
এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর জিনিসগুলো ভাঙনের পরেই আসে। অন্ধকার না হলে আলো বোঝা যায় না।
তাই থেমে যেও না। বিশ্বাস রেখো—আলো ঠিকই ফিরে আসে।
শুধু একটু সাহস, একটু ধৈর্য, আর একটু ভরসা রাখো নিজের উপর।
তুমি পড়ে যাওয়ার জন্য না, তুমি উঠে দাঁড়াবার জন্য জন্মেছো।