শিরোনাম ঃ আমি বাংলাদেশী সেনা
মোঃ নাজমুল হোসাইন শাওন
আমি বাংলাদেশী সেনা
কবি মোঃ নাজমুল হোসাইন শাওন
বীর সেনারা দেশের জন্য
লড়াই করছে বীরের মত
তারা দেশের জন্য নিজের জীবন করিয়াছে দান ।
তাহারা মা বাবা স্ত্রীর সন্তানকে দামি না মনে করিয়া
তাহারা দামি মনে করিয়াছে নিজের মাতৃভূমিকে
তাহারা হাসিমুখে জীবন দিয়াছে
তবুও মাথা নত করেনি মাতৃভূমির শত্রুদের কাছে
তাহারা হইল মোদের দেশের
দামি সম্পদ
আমরা ভুলিব না বাংলা মায়ের দামাল ছেলেদের
যতদিন বাঁচিয়া থাকিব ততদিন তাদের স্থান থাকিবে মোদের হৃদয়ের মধ্যখানে
তাহাদের কথা মনে রাখিবে
গোটা বাঙালি জাতি
বাংলা মায়ের দামাল ছেলেদের প্রতি রইলো হাজারো ভালোবাসা