1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন

আমি পুড়তে ভালবাসি। রকিবুল ইসলাম। তারিখ:১৫.০৬.২৫।

  • প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

আমি পুড়তে ভালবাসি।
রকিবুল ইসলাম।
তারিখ:১৫.০৬.২৫।

যেদিন এই ধরাতলে আমার অভিষেক হল,
সেদিন থেকেই সতত কারো না কারো
যন্ত্রণার কারণ হয়েছি।
একটু একটু করে যখন বড় হতে লাগলাম,
কিঞ্চিত বুঝতে শিখলাম!
সিদ্ধান্ত নিলাম-আমার অনলে অন্যকে আর দাহ হতে দেব না।
সেদিন হতেই আমি পোড়াতে নয়,
পুড়তে ভালবাসি।
নিকটাত্মীয় কেউ যখন জ্বালাতে চায়,
তখন,তাতে আমি একটু জল ছিটিয়ে দিই।
যেন,প্রজ্জ্বলনটা আরো বেশি হয়।
তাতে যদি তাদের মনে একটু হরষের জন্ম নেয়!
হ্যাঁ,এটাই আমি!
যে আমি শুধুই পুড়তে ভালবাসি।
বন্ধু-বান্ধব যখন প্রজ্জ্বলিত অগ্নি শিখায় মোরে দাহ করতে চায়,
আমি সানন্দে সে অনলে অঙ্গার হতে চাই।
কারণ,আমি যে পুড়তে ভালবাসি।
প্রিয়ার ভালবাসায় সিক্ত হওয়ার দূর্ভাগ্য(পড়ুন সৌভাগ্য) কষ্মিনকালেও আমার হয়ে উঠেনি।
অক্ষম,অযোগ্য,অথর্ব ভেবেই তারা সর্বদা দূরে থেকেছে আমার থেকে।
আমিও,চরম পূলকে মেনে নিয়েছি
পরম আরাধ্য বিজয়ের শপড়ুন পরাজয়ের)সে গ্লানিকে।
কারণ,আমি যে শুধু পুড়তে ভালবাসি!
আমি পুড়তে ভালবাসি!!

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট