আমি চাতক পাখি,
কারিমা খাঁন দুলারী
খুলনা জেলা।
উড়ন্ত পাখির মত ভালোবাসা অনুসন্ধান করে মন।
অজস্র বার অধীরে ভেবে আলেয়ার মত সর্বক্ষণ।
আমি রজনীর ঐ চাঁদনী রাতে অবিরাম ভাবি।
অকারণে বারবার দেখি নীলিমার সবি।
ঐ চাঁদ জোৎস্না ছড়িয়ে আমার পানে চায়।
ঐ দক্ষিণা পবনে হিমেল হাওয়ার পরশ বয়।
মনে হয় মন পবনের ভেলায় চড়ে ভেসে যাই।
মনের সুখে আকাশের মোহনায় গান গাই।
আমি অগাধ ভালোবাসি ঐ উড়ন্ত পাখির মত উড়তে।
আর নির্ঘুম চাতকের মত অনুভব করতে।
আমি খুব খুবই পছন্দ করি,এই সুন্দর পৃথিবীকে।
জীবনের স্বপ্ন আশা রঙ তুলির রঙ্গে দেখি একে।
মন বলে রাঙিয়ে যাক আমার এই হৃদয় আকাশ।
যেখানে থাকবে বসুন্ধরার বুকে সুখের আবাশ।
অনাবিল আনন্দ থাকবে ঐ বসুন্ধরার বুকে।
মনের বাসনা কামনা দিশা খুঁজবে না ধুঁকে।
আমি আনমনে ভাবি মনের অগোছালো স্মৃতি।
ভাবনা গুলো অধীর হয়ে,গেয়ে যায় কষ্টের গীতি।
মনের অতল গহ্বরে অন্তরালে হয় রক্ত ক্ষরণ।
বিদঘুটে আঁধারে অবিরাম অবিরত করি স্মরণ।
আবেগ অনুভূতি আঘাত নিয়ে থাকে স্পন্দন জুড়ে।
কষ্ঠরা রাহাজানি করে, হৃদয়ের ক্ষত গহ্বরে।
হৃদয় আকাশ কালো মেঘে হয় আঁধার।
অনুভূতি গুলো মরীচিকা হয়ে তোলে ঝড়।