1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন

আমি গন্ধ বিহীন ফুল, কবি:কারিমা খাঁন দুলারী। খুলনা জেলা ফুলতলা।

  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

আমি গন্ধ বিহীন ফুল,
কবি:কারিমা খাঁন দুলারী।
খুলনা জেলা ফুলতলা।
// আমি পথের পাশে নাম না জানা
‌ অচেনা গন্ধ বিহীন ফুল।
আমায় দেখে চলে যায় সবে
কেউ ছিঁড়ে করে না ভুল।

আমায় পায়ের তলে পিষে যায়
রাখে না খেয়াল তারা।
আমি নাকি হতে পারিনি
তাদের মন কাড়া।

আমি ফুটে ফুটে ঝরে যাই
মধুর সুভাস ছাড়া ঐ বনে।
পাশদিয়ে মানুষ হেঁটে যায়
আমায় পড়ে না মনে।

কখনও আনমনে তুলে তারা
ছিঁড়ে বিড়ে ফেলে দেয় ছুঁড়ে।
সুবাসিত ফুল গুলি নিয়ে
রাখে ভালোবেসে তারা নীড়ে।

কেউ আমাকে মুল্যায়ন করে না
আমি যে অচেনা অজানা কলি।
যত আছে তৃণলতা বাগানের
সবাই পড় গাছা যে বলি।

সুবাসিত কত ফুল কুড়িয়ে
রাখে ফুলদানিতে ভালোবেসে।
তারা মালা গেঁথে গলে পড়ে
প্রাণ ভরে অনুভব করে নিঃশ্বাসে।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট