আমি এক চাতক পাখি,
কবি:কারিমা খাঁন দুলারী,
খুলনা জেলা ফুলতলা।
ও প্রিয়া অধীর হয়ে, তোমার জন্য এই কবিতা লিখেছি
ঐ তিমিরের চাতক পাখির মত নির্ঘুম চেয়ে থেকেছি।
সেই ফেলে আসা স্মৃতি গুলো হৃদয়ে দেয় মোর দোলা
বকুল ফুল কুড়িয়ে গেঁথে দিতে হাতে প্রতিদিন মালা।
দুজনে মিলে আনমনে হাঁটতে যেতাম নদীর ঐ তীরে
কত ভালোবাসা ছিলো মোদের জীবনটা কে ঘিরে।
তবে কি এ সব ছিলো জীবনে অভিনয় কল্প কাহিনী
আমি যদি হেঁয়ালি করতাম বলতে ওরে অভিমানী।
ঐ মাঝি বিহীন নৌকায় বসে মোরা বলেছি কত কথা
আমি যদি আঘাত পেতাম তুমি পেতে খুব বেশি ব্যথা।
যখন ফুলের ঐ মালা গেঁথে তুমি দিতে মোর দুহাতে
অধীর হয়ে ভাবতাম তোমায় ঐ জোছনা নিঝুম রাতে।
চোঁখের আড়াল হলে আমি তোমার মনে পেতে আঘাত
তোমার মোর ভালোবাসা ছিলো যেন বিষাদ অঘাত।
ফুল তুলে পুড়িয়ে দিতাম খোঁপায় ভালোবেসে যখন
খুব আনন্দ উল্লাসে মাতোয়ারা হয়ে যেত মোর মন।
আমি দোলনায় বসলে পিছন থেকে এসে দিতে ঝুল
জানি না ঐ দিনগুলো ছিলো কি মোদের জীবনে ভুল।
ঐ নদীর তীরে আমি একলা ঘুড়ি কোথায় মোর সুজন
আজ মোরা দুই প্রান্তে সারাজীবন থাকলাম দুজন।
সেই শৈশবে ছিলাম মোরা কত প্রিয় দু'জনের সাথী
কত যে আনন্দ হাঁসি দুষ্টুমি করেছি মোরা দিবারাত্রি।
জানি না তুমি পড় কি না মোর লেখা কাব্য কবিতা গান
তোমার স্মৃতি গুলো অনুভব করে ভরে যায় মোর প্রাণ।