1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন

আমার মরণ কালে। কবি:রকিবুল ইসলাম। ০১.০৬.২৫।

  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

আমার মরণ কালে।
কবি:রকিবুল ইসলাম।
০১.০৬.২৫।

আমার মরণ কালে!
থাকে যেন সে ক্ষণিকের তরে একান্তই আমার হয়ে।
আমার মরণ কালে!
দেখতে পাই যেন তার মায়া ভরা মুখ একটুখানি মোর নয়ন ভরে।
আমার মরণ কালে!
বিদায় যেন হয় মোর তার গাত্রের বস্ত্র জড়িয়ে,তার গায়ের গন্ধ মেখে।
আমার মরণ কালে!
সুরমা পরা তার চোখের জলে ধৌত করে দিও মোর অঙ্গখানি অতি আদরে,অতীব সযতনে।
আমার মরণ কালে!
তার কান্নার সংগীত স্বর্গীয় সুর হয়ে যেন বাজে আমার কানে।
আমার মরণ কালে!
আপ্লুত হব আমি তার সমধূর সুরের সেই ঝংকার শুনে।
আমার মরণ কালে!
বুলিয়ে দেয় যেন সে তার মেহেদী রাঙা হাত মোর অবয়বে আলতো করে।
ধন্য হব আমি চির আরাধ্য তার প্রণয়ের পরশ পেয়ে।
শান্তি পাব, নিরব ও শান্ত হব!
অশান্তিময় ধরণীর সকল ক্রীড়ার যবনিকাপাত ঘটিয়ে।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট