1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন

আজব দেশে সবই আজব! কলমে-মোহাম্মদ জিয়াউল হক তারিখ-১৬/০৭/২০২৫

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

আজব দেশে সবই আজব!
কলমে-মোহাম্মদ জিয়াউল হক
তারিখ-১৬/০৭/২০২৫
তথাকথিত সেই আগস্টের পর,
চলছে এ দেশ যেন নড়বড়!
আজব দেশের চুরির হিসেব,
খাতা কলমে নয় মুখেই হয়,
বিলিয়ন বিলিয়ন চুরি যে হয়,
নথিপত্রহীন অলিখিত মনে হয়!
যে দেশের মানুষ বালিশ আর পর্দা,
কিনে নেয় আজব দামে থাকেনা ফর্দা!
একটি কলমের দামে কেনা যায় কারখানা,
আজব দেশের আজব কাজ বললে,
কে পারে থামাতে করে মানা!
আগে খেয়ে গিয়েছে এক দল,
করে আবার খোলস বদল,
তারাই করতে চায় ক্ষমতা দখল!
নাম আর দল পাল্টানো সহজ এ দেশে,
লাজ নীতি সব ঝেরে কেশে,
দেশ স্বার্থ নয় নিজে সেরা বেশে!
মানুষ হয়ে মানুষকে মারে,
যেন মানুষ নয় হিংস্র কোন পশুকে ঝারে!
মানুষেরা সবে অপলকে দেখে,
মোবাইলে ভিডিও তুলে দেয় রেখে।
যেন ফানি কোন ভিডিও দেখবে পরে ক্ষণ,
কী করা দরকার ছিল? করলো কী এখন?
এমন আজব দেশে বাস করি মোরা,
সবাই চিৎ কাত দেয় না আড়মোড়া!
যেন সবে হাশরের মাঠে আছে,
যে যা পারে করুকগে তাতে,
আমার আবার কী যায় আসে?
আমি যাইনি আজও এ দেশের বাইরে,
শুনতে শুনতে মনে হয় সবই একই রে!
আমার দেশের নীতি হলো বেশ!
আমার কোন দায় নেই আল্লাহই শেষ!

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট