আকাঙ্ক্ষা ও আফসোস।
কবি:রকিবুল ইসলাম।
তারিখ:৩১.০৫.২৫।
অতীব সুন্দর মনোলোভা এই ভূ-ত্বলের অনেক চেনা-অচেনা,সমস্যা সঙ্কুল পথে হেটে চলেছি,খুঁজে ফিরেছি আমি আমার চির আকাঙ্ক্ষিত আলেয়ার আলোকে একান্তই আমার করে প্রাপ্তির প্রত্যাশায়।ক্ষয়ে যাওয়া আমি ডুবেছি ঘোর আঁধারে, নীল-চাঁদোয়ায় মোড়ানো জ্যোৎস্ন্যালোকিত আমুদে নিশি আমার জীবনে আর ফিরে আসেনি কভু। এখন হতাশায় নিমজ্জিত আমি আঁধার’কে সহযাত্রী করেই মৃত প্রায় জীবনকে অতিবাহিত করে চলেছি দূর্গম মরুর প্রান্তর দিয়ে।জানিনা,কণ্টকাকীর্ণ বিপদ সঙ্কুল এ পথের যাত্রার অবসান বা পরিসমাপ্তি কবে হবে!একাকী বেদনাময় জীবনের কেতন উড়িয়ে চলা আমি মসৃণ করেছি তোমার চলার পথকে।আঁধারে বেষ্টিত ছিলে তুমি,তোমার চারপাশে ছিল শুধুই হতাশা,অন্ধকার আর হাহাকার!চাঁদকে বলেছি,তোমার পথকে আলোকিত করতে।তারাদের নিমন্ত্রণ জানিয়েছি সর্বক্ষণ তোমার পথের উপর আলোর মশাল জ্বালিয়ে রাখতে।সেটাও যখন অমাবস্যার ঘোর অমানিশায় ঢেকে যায় অথবা ঘণ,গাঢ়,কাল মেঘে আচ্ছাদিত হয় তোমার গগণ,দূরীভূত হয় সকল আলো।তখন,চিরদিনের সাথী আমি সকল বিপত্তি উপেক্ষা করে দ্বীপ জ্বেলে যাই,যাব অহর্নিশি,আলোকিত করব তোমার পথকে, তোমার জীবনকে।পরিপূর্ণ হবে তুমি সুখ-সম্ভারে আর আমি তখন ,,,,,,,,!
তখন?
তখন আমায় নাইবা মনে রাখলে,,,,,,,,,!