আওয়াজ উঠুক
কবি -উম্মি হুরায়েরা বিলু
নীরবতা কেন, কেন এতো নিস্তব্ধতা?
অবিচারের বিরুদ্ধে চুপ থাকা কি সত্যিই মানবতা?
একটি নিরীহ আত্মা,”হারায়” স্বপ্নের পথ,
অকালেই থেমে যায় তার জীবন নামক রথ।
কি ছিল তার দোষ,যখন সে ছিল নিরপরাধ?
“তাহলে” কেন করলে তার সাথে এমন অপরাধ?
হে পুরুষ, নারীর সম্মান,তার আত্মসম্মান
কখনো হতে দিও না ম্লান।
ধর্ষণ নয়,এটি ভয়ঙ্কর অপরাধ,
যে আঘাত মুছে দেয় বিশ্বাসের সাধ।
কোনো দোষ ছিল না, ঐ নিরীহ প্রাণে,
কিন্তু তার জীবন থেমে যায়,হারায় স্বপ্নের মানে।
নিরবতা নয়,আমাদের আওয়াজ উঠুক,
নারীরা ধর্ষিতা নয়, ফুল হয়ে ফুটুক।