আঁচড়
কলমে: পারিজাত রক্ষিত
তারিখ: ১৮-০৫-২০২৫
তোমায় হারিয়ে বুঝেছি মা’গো
এ জীবন গদ্যময়,
সাদা, কালোর আঁচড়ে হৃদয়ে
জলছবি আঁকা হয়।
যাদের ভেবেছি বড্ড আপন
রাখে না কেহ-ই খোঁজ,
সান্নিধ্যে থাকার আশ্বাস দিয়ে
চায় না বাড়াতে বোঝ।
মুখোশের আড়ে লুকিয়ে ছিলো
কত শত প্রিয়জন,
দুঃসময় চিনিয়ে দিয়েছে
নয় তো সবে সুজন।
সময়ের সাথে সমতা রেখে
ভুলেছি সকল ব্যথা,
চাইনা ফেরাতে মনেতে ফের
অতীত দিনের কথা।
দুর্গম পথে চলতে শিখেছি
স্বজন হয়েছে চেনা,
দুখের দিনের ঋণ শুধিব
রাখবো না কোন দেনা।