অভ্যর্থনা
কলমে-মোহাম্মদ জিয়াউল হক
তারিখ-১৭/০৭/২০২৫
সুখবর শুনলে আলহামদুলিল্লাহ,
দুঃখজনক কিছু হলে ইন্না-লিল্লাহ!
শত ধিক্কারে নড়ে না মন,
কে আছে এমন?
ভালো যদি থাকতে চাও,
নিজেকে পরের তরে বিলাও!
আমি ভাবছি ভালো নেই,
খোঁজ নাও তোমার মত অনেকে পারে নাই!
শুকরিয়া সহস্র বার মহান রবের তরে,
শত ধিক্কার অভ্যর্থনায় বোকারা কেঁদে মরে!
নিজেকে ভাবো ভাগ্যবান,
দূর্ভাগারা নয় তোমার সমান!
যারা কিছু করতে পারে না,
শুঊুই অন্যেরটা দেখে চোখ টানা!
এমন মানুষ আর যাই হোক,
কভু বন্ধু হতে পারে না!
অভ্যর্থনাকে কভু গায়ে মেখো না,
সবাই গালি অভ্যর্থনা দিতে পারে না!
আমি খুবই শঙ্কিত, ভীত,
স্লিজিং যদি হয় কূট চাল!
অভ্যর্থনায় হয়ো না বেসামাল!