অভিমানী মন,
কবি:কারিমা খাঁন দুলারী
খুলনা জেলা ফুলতলা।
আমি হলাম ফুলের রানী
প্রিয় গোলাপ আমার নাম।
এই বিশ্বের মানুষ ভালোবেসে
আমাকে দেয় যে কতো দাম।
আমি দেখতে ও খুব সুন্দরী
ছড়াই মধুর সুভাসিত ঘ্রাণ।
আমার পরশ পেয়ে সবার
জুড়িয়ে যায় মন প্রাণ।
টাকা দিয়ে আমাকে কিনে
উপহার দেয় কতো বন্ধু।
কাঁটা ফুটলে অনেক জ্বালা
তবুও আমায় ভোলেনা এক বিন্দু।
আমি লাল বলে খুব ভালোবাসে
কালো গোলাপ চায় না কেউ।
ঘৃণার চোঁখে দেখে সবাই
মনে ব্যথা ভরা কষ্টের ঢেউ।
সে কালো বলে তার সুভাস
চায়না কেউ তাকে নিতে।
আমাকে নিয়ে কপোত কপোতী
থাকে ভালোবাসায় খুব মেতে।
আমার রাজ্যে কতো বিভিন্ন ফুল
সবে বাসে আমাকেই ভালো।
সব ফুলই অপরূপ সুন্দর
তাদের ও আছে সুভাসিত আলো।