অনুভবে তুমি
কবি:কারিমা খাঁন দুলারী
খুলনা জেলা, ফুলতলা।
আমি হৃদয় মন নিয়ে অনুভবে দেখি,
কল্পনার রংতুলিতে তাঁর ছবি শুধু আঁকি।
আর কষ্টগুলো কাঁদে, বোবা কান্নার অধিরে,
মনে হয়, সে আছে অবিরাম অন্তরজুড়ে।
ভাবি শুধু, এই হৃদয় আকাশে নেই আর কেহ,
কত স্বপ্ন আশার কেটে গেছে সেই মোহ।
এই হৃদয় মন উজাড় করে আর করে না আকৃষ্ট,
বুকটা ক্ষত-বিক্ষত হয়েছে, এখন আর পাই না কষ্ট।
হৃদয় আকাশ ভরে আছে কত স্মৃতি অগোচরে,
তাঁর ভালোবাসার মহিমাগুলো মনে পড়ে।
হঠাৎ শিহরিত হয়, তাঁর স্মৃতি মনে পড়ে বুক,
জানি না এ জীবনে, কখনও পাবো কি সুখ।
আমি ভালোবাসি, কখনও মনপ্রাণ থেকে চাইনি,
হয়তো সে ভাবতো, এগুলো তার অভিমানী।
মন তবুও ছুটে যায় ঐ বেদনার বালুচরে,
অনুভূতি হয় আজ, সেই আছে হৃদয় মন ঘিরে।
জীবনটাকে আলেয়ার মতো শুধু দিয়েছে ফাঁকি,
তবুও তাঁর মুখচ্ছবি আমি হৃদয়ের স্পন্দনে আঁকি।
চলে গেছে সেই দিন সীমা লঙ্ঘন করে পেরিয়ে,
আমি ঐ জীবন থেকে গিয়েছি এখন হারিয়ে।
কি হবে পিছন থেকে আর অধীর হয়ে ডেকে,
ঘৃণার আবরণে তাঁর নাম দিয়েছি আমি ঢেকে।
আমি আনন্দ-উল্লাসে একাকীত্বের পথে চলি,
তবে তাঁর স্মৃতি-বিজড়িত প্রেম কি করে ভুলি।
কখনও যদি দেখা হয় এই পৃথিবীর শেষ প্রান্তে,
আমি না মরে আজও বেঁচে আছি, তুমি জানতে।
এ জীবন ভরে ছিল তাঁর অধরা ভালোবাসা,
আজ মিথ্যে প্রবঞ্চনায় পাই না সেই দিশা।
এ হৃদয়ে ছিল কামনা-বাসনা পূর্ণতার আশা,
নিপুণ কারিগর হয়ে বাঁধবো সুখের বাসা।