অণুগল্প
শিরোনামঃ পতাকা প্রাপ্তি
কলমেঃ সেলিম আলতাফ
তিনি প্রায় প্রায় বিকেল হলেই এখানে চলে আসেন। ধীর লয়ে ওঠেন একটা একটা সিঁড়ি।
মাথা নীচু করে উঠতে থাকেন উপরে।
সিঁড়ি শেষে নিজ বাগানের দু’তিনটে ফুল পরম শ্রদ্ধায় রাখেন স্মৃতি স্তম্ভের বেদিমূলে। এর একটু পরেই দুচোখ বেয়ে গড়িয়ে পড়ে পর পর ফোঁটা ফোঁটা অশ্রু দীর্ঘশ্বাস মিশিয়ে।
এরপর ভেজা চোখ বন্ধ করেন গাঢ় অনুধাবনে।
ফিরে যেতে থাকেন সেই অবিস্মরণীয় সময়টায়-
এদেশের স্বাধীনতা আর মুক্তিযুদ্ধের অগ্নিঝরায়।
কত প্রাণ, কত সম্ভ্রম, কত ধ্বংস, কত পরিবর্তন-
সবশেষে একটা স্বাধীন দেশের পতাকা প্রাপ্তি। যে দেশের মাটি, মানুষ, প্রকৃতি অপরূপ সুন্দর, যে দেশের নদী, আকাশ, হাওয়া নির্ভয়তায় ভরা।
তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন একাত্তরে যুদ্ধে।
অনেক কিছু তিনি দেখেছেন সেই যুদ্ধ বেলায়।কত দুঃখ, কত কষ্ট স্রোত, কত অন্যায়, কত অমানবিক আর পাশবিক আচরণ। এত বছর পরেও তার স্মৃতিতে সব নতুন আলো।
এসব স্মৃতি আঁধার স্পর্শ করতে পারেনা কখনো।
এই দেশ যতদিন থাকবে, ততদিন এই অমূল্য ইতহাস এ দেশের মানুষের মনে জ্বলজ্বল করবে।